শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে যে কোন ধরনের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ইউক্রেনের আঞ্চলিক সংবাদ মাধ্যম সাসপিলনে’র সাথে সোমবার এক সাক্ষাতকারে জেলেনস্কি এ বিষয়ে জোর দেন।
তিনি আরো বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধে তাদের কি প্রস্তুতি এ ধরনের বৈঠক ছাড়া তা বুঝা অসম্ভব।জেলেনস্কি এর আগেও যুদ্ধ বন্ধে বৈঠকের ওপর জোর দিয়েছেন। তবে সোমবার তিনি আরো জোরালোভাবে এ বিষয়টি তুলে ধরেন।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলার পর উভয়পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠক থেকে তেমন কোন ফলাফল পাওয়া যায়নি।