বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দেখা যায় ওসি নেজাম উদ্দীনকে।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রোষের মুখে পড়েন তিনি। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কলার ধরে টেনে-হিঁচড়ে নেজাম উদ্দীনের পরনের শার্ট ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, নেজাম উদ্দীনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পরে বিস্তারিত জানানো হবে।এদিকে নেজাম উদ্দীন আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় জমতে শুরু করে। থানার সামনে বিএনপির একাধিক নেতা তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ঘটনাস্থলে ভিড় করে। মহানগরের বিভিন্ন থানায় দায়িত্বরত থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।নেজাম উদ্দীন সর্বশেষ সিআইডি কুমিল্লায় দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি। এদিন কী কারণে তিনি পাসপোর্ট অফিসের সামনে এসেছিলেন, তা জানা সম্ভব হয়নি।