বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলমের মালিকানাধীন ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় ৩ ঘণ্টা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা।
সকাল থেকে দেখা যায়, বিক্ষোভকারীদের অবরোধের ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না।কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না’আন্দোলনকারীরা জানান, অনলাইনে আবেদন করে, সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে। চট্টগ্রামের মানুষ দেশের সব-বিপদে আপদে এগিয়ে যায়, এখন সরকারের কি চট্টগ্রামের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই! এ বিষয়ে ডিসি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুশিয়ারি দেয় তারা। কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, যানচলাচল শুরু হয়েছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালানো হচ্ছে।