বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ নানা কারণে পরিবহনে দেশের বিভিন্ন স্থান থেকে সবজির দাম বাড়তি যাচ্ছিল।
আজকে বাজারে আসা ক্রেতারা জানান, বাজারে আজ সবজির দাম আগের তুলনায় কিছুটা কম। মনে হচ্ছে সবজির দাম কমে আসতে শুরু করেছে।
তবে কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে। মাঝখানে কিছুদিন সবজির দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল, বলতে গেলে ৮০-১০০ টাকার নিচে বাজারে কোনো সবজিই ছিল না। সেই তুলনায় আজকে বাজারে দেখা যাচ্ছে কিছুটা কমে আসতে শুরু করেছে সবজির দাম।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী বাজার ঘুরে ঘুরে দেখা যায় প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০- ৫০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর মুখি কেজি ৫০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ প্রতি পিস ২০ – ৬০ টাকা, লাল বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৩০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা এবং আলু ৫০- ৬০ টাকা।
বিক্রেতারা অভিযোগ জানিয়ে আসছিল রাস্তায় রাস্তায় চাঁদাবাজি বিষয়ে। কিন্তু গত কয়েকদিন ধরে কোথাও নেই কোনো চাঁদাবাজি। সে কারণে বাজারে আগের চেয়ে কমতে শুরু করেছে সবজির দাম। তবে এখনও যেসব সবজির দাম বেশি সেটির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কিছু কিছু সবজির এখন মৌসুম নেই, সে কারণে সেগুলোর দাম কিছুটা বেশি।
অন্যদিকে মৌসুম না হওয়ার কারণে যেসব সবজির দাম বাড়তি সেই তালিকায় আছে টমেটো প্রতি কেজি ১০০-১২০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, বরবটি ১৪০-১৬০টাকা এবং করলা প্রতি কেজি ৭০_৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়টি উল্লেখ করে গোবিন্দাসী বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, একটি ট্রাক যেখান থেকে প্রথমে সবজি নিয়ে আসে সেখান থেকে চাঁদা দেওয়া শুরু হতো, এরপর রাস্তায় রাস্তায় ট্রাফিকসহ বিভিন্ন জায়গায় চাঁদা নিতো। এরপর বিভিন্নভাবে আলাদা আলাদা জায়গায় টাকা দিতে হতো।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব মাল কেনার পর বিভিন্ন এলাকায় যেতে তাদেরও বিভিন্নভাবে চাঁদা দিতে হতো। এরপর যেখানে সবজির ভ্যান গাড়ি অথবা দোকান বসে সেসব জায়গাতেও স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন রাস্তা খরচ, লাইন ম্যান বাবদ টাকা নিতো।
কিন্তু বর্তমান সময়ে এসে কিছুদিন ধরে এসব কোনো টাকা দিতে হচ্ছে না, কেউ কোনো ধরনের চাঁদাবাজিও করছে না। ফলে সব ধরনের সবজির দাম আগের তুলনায় কমে আসতে শুরু করেছে।