বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
মো:সেলিম উদ্দিন খাঁন’ জেলা’ প্রতিনিধি:
বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়া শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ – অধ্যাপক মুহাম্মদ আবু তাহের,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়ার সি: সহ সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়ার সহ সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন, শাহাপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মদ আবু বকর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দু শুক্কুর ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও বিভিন্ন স্তরের শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষার্থীর উপস্থিতে ছিলেন।
আলোচনায় বেসরকারি শিক্ষকদের সকল প্রকার বৈষম্য দূর করে এক দফা দাবি জাতীয়করণ করার জন্য জোরালো দাবী জানানো হয়।
সঞ্চালনায় ছিলেন যথাক্রমে অধ্যাপক আহসান হাবিব ও অধ্যাপক মুহাম্মদ ওয়ালিউল। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হাতে পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।