বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
পারভেজ আলী মোহর স্টাফ রিপোটার যশোর :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এলাকায় ব্যাপক উৎসাহ বিরাজ করছে। নির্বাচনী এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল লক্ষ্যেনিয়।সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
৯ টি ইউনিয়নের ৬৩ টি কেন্দ্রে সহ একটি পৌরসভার ৭ টি কেন্দ্রে এবার ইভিএম পদ্ধতি তে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন সহ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী পতিদ্বন্দীতায় ছিলেন। চেয়ারম্যান পদে যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জনন্দিত নেতা এফ,এম আশরাফুল কবির( ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) মোটরসাইকেল মার্কায় বিপুল ভোটের ব্যাবধানে বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সাবেক এমপির পুত্র ও বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়।
aভাইস চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন বাঘারপাড়া উপজেলা ছাত্র লীগ নেতা কৃষিবিদ ইনায়েত হোসেন লিটন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান দিলোরা জামান