রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু ‘আর্ত মানবতার সেবায় র‌্যাব” ফেনী জেলার ফুলগাজী এবং দাগনভূঁইয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‍্যাব-৭, চট্টগ্রাম। সারাদেশে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার বন্যার্তদের সহায়তায় ৩ কোটি ৯৫ লাখ টাকা দিলো বিভিন্ন প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মূত্যু নওগাঁর রক্ত বেচাকেনা চক্রের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার

গণসংগীত শিল্পী আব্দুল লতিফের প্রয়াণ দিবস আজ

উজ্জ্বল কুমার সরকারঃ

আজ ২৬ ফেব্রুয়ারি প্রখ্যাত গনসঙ্গীত শিল্পী আব্দুল লতিফ এর প্রয়াণ দিবস। “সোনা সোনা সোনা লোকে বলে সোনা” কিংবা “দাম দিয়ে কিনেছি বাংলা”, “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়..।” এমন অসংখ্য গানের সৃজনশীল স্রষ্টা আব্দুল লতিফ।
সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার আবদুল লতিফ ১৯২৭ সালে বরিশালের রায়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ম্যাট্রিক পাসের পর তিনি উচ্চ শিক্ষার জন্য কোলকাতা যান। পড়াশোনার পাশাপাশি তিনি যুক্ত হন কংগ্রেস সাহিত্য সংঘে। ১৯৪৮ সালে ঢাকায় ফিরে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদেন রেডিওতে। গান গাওয়ার পাশাপাশি তিনি গান লিখতেন এবং সুর করতেন।

বৃটিশ বিরোধী আন্দোলনের সময় ১৯৪৫ সালে “গণনাট্য সংঘ”র জন্য সলিল চৌধুরীর লেখা ও সুর দেয়া “বিচারপতি তোমার বিচার করবে যারা” গানটি, দেশ বিভাগের পর (১৯৪৭) প্রায় অবলুপ্ত হয়ে গেছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বিরুদ্ধে আগরতলা তলা ষড়যন্ত্র মামলায় দেশ যখন উত্তাল সে সময় তিনি নতুন করে গাইলেন সলিল চৌধুরীর লেখা সেই গান, “বিচারপতি তোমার বিচার করবে যারা..”। তাঁর কন্ঠ এবং গায়কী ঢঙে এই গানটি গণ অভ্যুত্থানে ভিন্ন মাত্রা এনে দেয়।যেন পরিনত হয়েছিলো শ্লোগানে। “সোনা সোনা সোনা, লোকে বলে সোনা”, ” সর্বনাশা পদ্মানদী..”, “দাম দিয়ে কিনেছি বাংলা.. “, “পরের জায়গা, পরের জমী..”, ” দুয়ারে আইসাছে পালকি.. “ এমন প্রায় দেড়হাজার গানের তিনি গীতিকার অথবা সুরকার, কোন কোন গানের গীতিকার এবং সুরকার, কিছুগান তিনি নিজেই গেয়েছেন।

গান গেয়েছেন চলচ্চিত্রেও। সংগীত পরিচালনাও করেছেন। ভাষা সৈনিক, সংগীতের কালজয়ী প্রতিভা আবদুল লতিফ পেয়েছেন, স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমী পদক, শেরেবাংলা পদক, ভাষাসৈনিক সম্মাননা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পদক, জাতীয় জাদুঘর পদক, নজরুল একাডেমী সম্মাননা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পদক সহ আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী ঢাকায় প্রয়াত হন আবদুল লতিফ । আজ তাঁর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

১৫

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com