বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসবে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারী আনুমানিক রাত ৮টায় ফুলের সৌন্দর্যৈ নির্মিত ফৌজদারহাট ডিসি পার্কে অনাকাঙ্খিত ভাবে হামলা ও ভাঙচুর করেছে যানবাহন ড্রাইভার, হেলপারসহ স্বশস্ত্র হামলাকারীরা। এতে পর্যটক সহ আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্হলে উপস্হিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে ৫ জনকে।
এলাকাবাসী, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনা সূত্রপাতঃ ডিসি পার্কে নিয়োজিত পার্কিং কর্মচারী পার্ক থেকে বের হওয়া গাড়ি নিরাপদে মেইন সড়কে তুলে দিতে একটি লরী গাড়ীকে সিগন্যাল দিলে লরীর ড্রাইভার সিগন্যাল অমান্য করে ডিসি পার্ক কর্মচারীর গায়ে চাপ দিতে চাইলে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি সংঘঠিত হয়।
পরে লরীর ড্রাইভার সড়কে লরী দিয়ে যান চলাচল একেবারে ব্লক করে দিয়ে ড্রাইভার হেলপার সরে যান। আধা ঘন্টা পর তারা সশস্ত্র অবস্থা জড়ো হয়ে অতর্কিত ভাবে পার্কের গেইট,দেওয়ালও ভিতরে ঢোকে বেশ কয়েকটি দোকান,ও ফুলের টব ভাঙচুর করে।
ডিসি পার্ক কর্তৃপক্ষ তা বাঁধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করেন। পরে স্থানীয় নারী পুরুষ ডিসি পার্ক রক্ষা করতে রাস্তা এসে পার্ক কর্তৃপক্ষকে সহযোগিতা করে প্রতিহত করা চেষ্টা করেন। পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর চেষ্টায় প্রায় ৩০ মিনিট পর সব কিছু স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণে আনেন।
তবে তথ্যমতে জানাগেল লরী, ট্রাক মালিক সমিতি ও বিএম ডিপুর ড্রাইভার ও হেলপাররা এই ভাংচুর করে।সীতাকুণ্ডের এই সম্পদ, পর্যটন স্পট, রাষ্ট্রের সম্পদে যারা হামলা,ভাঙ্চুর করেছে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরী এফসিএ সহ স্থানীয়রা।