রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ ৩ মহাদেবপুর ও বদলগাছী আসনের নব নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের দূর্নীতি মুক্ত থেকে জনগণের সেবা প্রদান করতে হবে। যদি কোন সরকারী কর্মকর্তা দূর্নীতির সাথে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাদেবপুর বদলগাছী উপজেলাকে দূর্নীতি মুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সোমবার মহাদেবপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মনজুরুল আলম মুনজু, সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু মহাদেবপুর প্রেস কাবে সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর ডিজিটাল প্রেস কাবের সভাপতি বরুন মজুমদার, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রশাদ ভদ্র, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ।