রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি,মোঃ সেলিম উদ্দিন
লোহাগাড়া থানায় ওসি হিসেবে মোঃ রাশেদুল ইসলাম যোগদান করার পর ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন লোহাগাড়ায় বটতলী স্টেশনকে কিশোরগ্যাং মুক্ত করার। সেই প্রত্যয় নিয়ে মাঠে নেমে কাজ করেছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
লোহাগাড়ায় বিভিন্ন স্পটে পুলিশি টহল জোরদার রেখেছিলেন। স্কুলের সামনে, মাদ্রাসার সামনে এবং বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে লোহাগাড়া থানা পুলিশের টহল টিম কিশোরগ্যাং প্রতিরোধে কাজ করেছেন। অনেক কিশোরগ্যাং কে আটক করে কারাগারে সৌপর্দ করেছেন। লোহাগাড়ায় বটতলী স্টেশনে এখন কিশোরগ্যাং মুক্ত,দেখা যায়।
ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,আমরা বাংলাদেশ জনগণের জানমাল রক্ষার অতন্ত্র প্রহরী। যোগদান করার পরে ঘোষণা দিয়েছিলাম, কিশোরগ্যাং, মাদক বিক্রেতা,সন্ত্রাসীরা লোহাগাড়ায় ছাড়েন, এটাকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। কিশোরগ্যাং মুক্ত করতে কাজ করেছি। পুলিশ জনগণের সেবক,থানায় নির্ভয়ে সেবা নিতে আসবেন। বাংলাদেশ সবসময় আপনাদের পাশে থাকবে।