বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হয়েছে।গতকাল (২০ ডিসেম্বর) বুধবার তাদের গণকবর দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয়।
উল্লেখ্য, উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে বছরের মাঝামাঝি সময়ে সহিংসতা শুরু হয়। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে।
পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এত দিন। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।