বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ (৭ মে) রবিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার ইনষ্টিটিউট এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
এছাড়াও অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। প্রশিক্ষণ কোর্সে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলার ১, ২ ও ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্টানে বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার লক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স প্রদান করা হচ্ছে।