সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু ইসি নতুন অনুপ্রবেশ করা ৫০-৬০ হাজার রোহিঙ্গারা মানবিক সমস্যায় পরে এসেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা মাতামুহুরী নদীতে গোসলে নেমে নারী শিক্ষার্থী নিখোঁজ সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের: সিইসি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত, উদ্ধারে চলছে যৌথ অভিযান চা খাওয়ানোর কথা বলে শিশুকে অপহরণ, রোহিঙ্গা কিশোর গ্রেপ্তার চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু চকরিয়া বছরজুড়ে নিত্যপণ্যের দামে নৈরাজ্য, সিন্ডিকেট দমনে ব্যর্থ সব পক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযানমাটিভর্তি ডাম্পার জব্দ

বরিশাল মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল (১১ ফেব্রুয়ারি) শুক্রবার বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

এর ফলে দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল বরিশাল মহানগর ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিএম কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি মশিউল আলম সেন্টুকে সভাপতি ও জিএম আতায়ে রাব্বিকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে।

এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১১ সালে ২২ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২২ জনের ওই আহ্বায়ক কমিটি শেষ পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্র থেকে গঠন করা হয় বরিশাল মহানগর ছাত্রদলের ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি।

এই কমিটির সভাপতি করা হয় রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক করা হয় মো. হুমায়ুন কবিরকে। সুপার ফাইভ কমিটিকে ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্র জমা দিতে বলা হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর সম্প্রতি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হলে কেন্দ্র থেকে ওই কমিটি অনুমোদন দেয়া হয়।

মহানগর ছাত্রদল সভাপতি মো. রেজাউল করিম রনি বলেন, সারা দেশেই বড় পরিসরে ছাত্রদলের কমিটি হচ্ছে। বিরোধী দল হওয়ায় সবাইকে সাংগঠনিক পরিচয় দিতে কমিটি বড় করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ঠাঁই পেয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, পদ প্রত্যাশী সকলকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হয়েছে। এতে কোন সমস্যা হবে না। আগামীতে আন্দোলন সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল নব উদ্যমে মাঠে নামবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com