সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল (১১ ফেব্রুয়ারি) শুক্রবার বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
এর ফলে দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল বরিশাল মহানগর ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিএম কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি মশিউল আলম সেন্টুকে সভাপতি ও জিএম আতায়ে রাব্বিকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে।
এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১১ সালে ২২ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২২ জনের ওই আহ্বায়ক কমিটি শেষ পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্র থেকে গঠন করা হয় বরিশাল মহানগর ছাত্রদলের ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি।
এই কমিটির সভাপতি করা হয় রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক করা হয় মো. হুমায়ুন কবিরকে। সুপার ফাইভ কমিটিকে ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্র জমা দিতে বলা হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর সম্প্রতি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হলে কেন্দ্র থেকে ওই কমিটি অনুমোদন দেয়া হয়।
মহানগর ছাত্রদল সভাপতি মো. রেজাউল করিম রনি বলেন, সারা দেশেই বড় পরিসরে ছাত্রদলের কমিটি হচ্ছে। বিরোধী দল হওয়ায় সবাইকে সাংগঠনিক পরিচয় দিতে কমিটি বড় করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ঠাঁই পেয়েছেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, পদ প্রত্যাশী সকলকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হয়েছে। এতে কোন সমস্যা হবে না। আগামীতে আন্দোলন সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল নব উদ্যমে মাঠে নামবে।