সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মান্দায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল লতিফ, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন, গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, প্রধান শিক্ষক আকরাম হোসেনম প্রধান শিক্ষক সদরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান মিঠু প্রমূখ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।