শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরি দাবি মেনে নেওয়াসহ নিত্যপণ্যের দাম কমানো এবং সব শ্রমিক কর্মচারীকে বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ (স্কপ)।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) শীর্ষ নেতা শহিদুল্লাহ চৌধুরী বলেন, নিত্যপণ্যের বর্তমান বাজার দরে ন্যূনতম মানবিক জীবনের জন্য দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। চা শ্রমিক পরিবারের প্রতিটি সদস্যের পুষ্টিহীনতা, শারিরীক অসুস্থতাই প্রমাণ করে মালিক পক্ষের বঞ্চনার শিকার তারা।
তিনি বলেন, চা শ্রমিকরা বর্তমানে যে মজুরির জন্য আন্দোলন করছে সেই চুক্তির মেয়াদ শুরু হয়েছে ২০২১ সালের জানুয়ারিতে। চুক্তির মেয়াদ ১৯ মাস আগে অতিক্রান্ত হয়েছে অথচ নতুন চুক্তি হয়নি। এছাড়াও চা বাগান মালিকরা আবাসন, চিকিৎসা ব্যায়সহ অন্যান্য সুবিধার বর্ণনা দিয়ে ৪০৩ টাকা মজুরি দেওয়ার হিসাব দিলেও বাস্তবে যার কোনো প্রতিফলন নেই।
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ প্রতিটি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, মজুরি বোর্ডের অন্তর্ভূক্ত খাতগুলির কোনোটির মজুরিই বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বরং সর্বশেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে চাল-ডাল-তেলসহ প্রতিটি নিত্যপণ্যের মূল্য অসহনিয় মাত্রায় বেড়েছে। ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি অর্ধেকের নিচে নেমে গেছে। শ্রমিকদের জীবন যাপন করা অসহনীয় হয়ে পড়েছে। শ্রমজীবীদের মধ্যে খাদ্য অনিশ্চয়তা আর অপুষ্টির মাত্রা বাড়ছে। যা একদিকে সুস্থ শ্রম সরবরাহের স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করছে, অপরদিকে অর্থনৈতিক ভারসাম্যহীনতার কারণে সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়াচ্ছে।
সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কপ নেতা আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, ডা. ওয়াজেদুল ইসলাম খান, নঈমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, বাদল খান, নুরুল আমিন, আমিরুল হক আমিন, পুলক রঞ্জন ধর প্রমুখ।
সূত্রঃ ঢাকা পোস্ট