সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে নোয়াখালী ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আজ (২ আগস্ট) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং নদোনা ইউপির পুর্ব কালুয়াই গ্রাম থেকে অস্ত্র বেচা-কেনা কালে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো কালুয়াই গ্রামের রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯), একই গ্রামের শরাফত হোসেনের ছেলে নাহিদ (১৯) ও সরাফতের ছেলে আজিম (২০)।
এ সব বিষয় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ মোঃ শহীদুল ইসলাম পিপিএম।
তিনি জানান, ধৃত আসামি ফরহাদ হোসেনের দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। ফাহাদের সাথে থাকা কিশোরগ্যাংয়ের অপর সদস্য আজিমকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক তাদের রান্না ঘরের মাচা উপর থেকে আরেকটি দেশীয় তৈরি লোহার পাইপগান উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।