রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নরসিংদী জেলার মাধবদীর ৯ নং ব্রিজ শান্তির বাজারের পাশের খালে ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হন মো: রানা (২২) নামে এক যুবক। গতকাল (১ জুলাই) শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে নিখোঁজের সংবাদ পেয়ে মাধবদী ফায়ার স্টেশন এর উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করে। পরে অনেক খোঁজাখুজির পর খালের গভীর পানির নীচ থেকে মৃত অবস্থায় রানাকে উদ্ধার করে।
নরসিংদীর শিবপুরে মিনিবাস ও কভাডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২। নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের মিনিবাস ও কভাডভ্যানের মুখোমুখী সংঘর্ষে মজিবুর রহমান (৫৫) নামে একজন নিহত ও নাঈম মিয়া (২৫) এবং বাবুল আহমেদ (৩০) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। নরসিংদী ফায়াসার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: রায়হান জানান, গতকাল (১ জুলাই) শুক্রবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় মিনিবাস রিফাত এন্টারপ্রাইজ (নরসিংদী-(জ)১১-০০৭৩) ও বেক্সিমকো ফার্মাসিস্ট এর কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-(ম) ১১-২৩৩৬) মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মিনিবাসটি সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী পুলিশ কন্ট্রোল রুমে খবর দিলে পুলিশের সাথে সাথে ফায়ার সার্ভিসর একটি টিম ঘটনাস্থলে গিয়ে মিনি বাসটির ড্রাইভার মো: বাবুল আহমেদ(৩০) ও হেলপার মোঃ নাঈম মিয়া (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
পরে অনেক খোঁজাখুজি করে অপর ড্রাইভার মজিবুর রহমানকে পুকুরের পানির তলায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় মৃত উদ্ধার করে।নরসিংদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।