সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ (৯ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
উপজেল নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন নাহার রিতা,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,বাসাইল থানা কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান,উপজেলা আ.লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ প্রমুখ।
কর্মশালায় জানানো হয়-পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।
এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।
বাসাইল উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।