সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ কর্মশালায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। আগামী ৫ জুন থেকে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংকের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংগের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
নরসিংদীর ৬টি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪টি ভাগে ভাগ করে এ ক্যাম্পেইন করা হবে। যেখানে শিশুদেরকে স্বাচ্ছন্দে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩৩৫ জন শিশুকে। সভায় অন্যান্যের মধ্যে রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ, নরসিংদী জেলা তথ্য অফিসার সাইফুল আলম প্রমুখ।