মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক দ্বিনী প্রতিষ্ঠান মারকাযূল উলূম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল ২০২২ খ্রি.)মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. আবদুল ওয়াহাব এর সভাপতিত্বে বিশাল ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হযরত মাওলানা মুফতি আবদুল হাদী’র পরিচালনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ বিশাল ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মো.আবু বকর,বীর মুক্তিযোদ্ধা ডা.সিদ্দিক মিয়া,আজিবন সদস্য ডা.এম.এ.মান্নান,হাফেজ বেল্লাল,হাফেজ ইসমাইল,আব্দুল মান্নান বিএসসি, মো.নজরুল বিএসসি, মাওলানা ছামিনুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা মো.ফারুক হোসেন,হাফেজ মাসুম বিল্লাহ,মৎসজীবি নেতা মো.ফজল মিয়া,সাবান মিয়া,সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও কার্যকরী কমিটির সকল সদস্য এবং অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক মুফতি আবদুল হাদী বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি।