শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ফয়সাল আহমেদ,রাজবাড়ী:
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা পিএম ফারুক। (১২ জানুয়ারি) সোমবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফেলু মোল্লার পাড়া ঈদগাহ মাঠে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, দৌলতদিয়া ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুবাদ মন্ডল, তরুণ প্রজন্মদলের গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন শেখ, ছাত্রদল নেতা তাইফুর রহমান তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় ২ নং ওয়ার্ডের বাসিন্দা জরিনা বেগম সহ অন্যান্যরা বলেন আমরা শীতের কম্বল পেয়ে খুবই আনন্দিত দোয়া করি তিনি যেনো সব সময় এভাবেই এলাকাবাসীর পাশে থাকতে পারেন।
শীতবস্ত্র বিতরণকালে পিএম ফারুক বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সমাজের দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।” এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন ।