শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
দিপু মন্ডল ,যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রানা প্রতাপ। তিনি পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে রানা প্রতাপ কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি কটে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে রানা প্রতাপ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের পরপরই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য: মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। ঘাতকদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, জনবহুল বাজারে এ ধরনের দুঃসাহসিক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দিচ্ছে। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।