রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
ময়মনসিংহের ভালুকায়, বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি,সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পৌর শ্রমিক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহাবুর আলম মোল্লার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মনসুর আলী মোল্লা , বিএনপির নেতা আলম মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তাইবুল বাড়ি আরিফ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদল মোল্লা,
এছাড়াও অনুষ্ঠানে ভালুকা পৌর শ্রমিকদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সফলতার জন্য বিশেষ মোনাজাত করা দোয়া ও মিলাদের আয়োজন করে যাচ্ছে।