রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর উদ্যোগে ১০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে রাতে খুঁজে খুঁজে সমাজের ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে সমাজের ছিন্নমূল ও অসহায়রা বলেন, শীতের প্রকোপে রাতে আমরা ঠিকমতো ঘুমাতে পারতাম না। কম্বল পাওয়ায় এখন ভালোভাবে ঘুমাতে পারবো। আমরা ফিরোজ ভাইর জন্য দোয়া করি।
এ ব্যাপারে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, এই শীতে একটি দেশের মানুষও কষ্ট না পায়, সেজন্য সরকারি উদ্যোগ গ্রহন করা উচিত। আর আমি সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমি আমার সামর্থ্য অনুয়াযী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদের এই ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।