রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

সপ্তম বারের মতো” সম্মাননা পেলেন লোহাগাড়া থানার টি আই হাসানুজ্জামান

 

মো.সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ট্রাফিক ইনচার্জ (টি আই) মোঃ হাসানুজ্জামান আবারও অর্জন করলেন বিশেষ সম্মাননা। পেশাগত দায়িত্বে নিষ্ঠা, কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব আচরণের স্বীকৃতি হিসেবে তিনি

“সপ্তম বারের মতো”। চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন।

 

সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু-এর হাত থেকে টি আই হাসানুজ্জামান এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন টি আই হাসানুজ্জামান। তিনি একজন দক্ষ, সাহসী ও মানবিক কর্মকর্তা হিসেবে এলাকার জনগণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। দুর্ঘটনামুক্ত সড়ক, শৃঙ্খলাবদ্ধ যান চলাচল এবং পরিচ্ছন্ন স্টেশন এলাকা গড়ে তোলার লক্ষ্যে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

 

জানা গেছে, লোহাগাড়া থানার সদর স্টেশন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে তিনি তিনজন কনস্টেবল এবং এক সার্জেন্টকে নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম জেলার সুদক্ষ ও চৌকস পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মতে, টি আই হাসানুজ্জামান একজন ‘মিষ্টভাষী ও সেবাধর্মী কর্মকর্তা’, যিনি আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেও সর্বদা আন্তরিক। তার ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা কমে এসেছে, ট্রাফিক চলাচলে এসেছে শৃঙ্খলা।

 

এছাড়া, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম হাসানুজ্জামানের কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানা গেছে। দুজন কর্মকর্তার সমন্বিত উদ্যোগে লোহাগাড়া থানার নয়টি ইউনিয়নের জনগণ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন অনুভব করছে।

 

পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, টি আই হাসানুজ্জামান দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবার মনোভাবের কারণে ধারাবাহিকভাবে প্রশংসিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় এইবারসহ মোট ছয়বার ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মাননা অর্জন করলেন।

সচেতন নাগরিক মহল মনে করেন, এমন সৎ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তারাই মাঠপর্যায়ে জনবিশ্বাস তৈরি করছেন এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com