রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২৪ নভেম্বর ২০২৫ তারিখ ১ টা ৩০ মিনিট ধামইরহাট উপজেলার সীমান্ত ঘেঁষে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঐতিহাসিক দর্শনীয় স্থান আলতাদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে
মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য-১৮,০০০/-টাকা।
পত্নীতলা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘মাদকদ্রব্যসহ সীমান্তে সকল অপরাধী সনাক্ত হলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’