রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
ভূমি মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সম্মাননা অর্জন করায় মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর
তরফদার মাহমুদুর রহমান
–কে জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবন ও জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও বালু উত্তোলন বন্ধে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন।
অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি ব্যবস্থাপনাকে তিনি আরও দ্রুত ও জনবান্ধব করেছেন।
জেলা প্রশাসন, শেরপুর তাঁর এই অর্জনকে গর্বের সঙ্গে স্বাগত জানায় এবং আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করে।