বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার সাব রেজিস্ট্রার অফিস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডামুড্যা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক রিয়াজুল ইসলাম রিয়াদ এ সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য জোরদার করা এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা শওকত বাঘা,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাকির রাড়ি, সোহেল মাঝি, মনির সরদার, সুমন মাল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান বাবু, রাজিব সিকদার, নাজমুল হক মাদবর, পলাশ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।