রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৫:
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মাদক পরিবহন করছে। তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি চৌকস দল সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বারৈয়াহাট পৌরসভার খানসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মাইক্রোবাস র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেটি আটক করে র্যাব সদস্যরা। পরে মাইক্রোবাস তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় মাইক্রোবাসে থাকা পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলো—
১. ইয়াছিন আরাফাত (২৬), পিতা: আব্দুল খালেক, সাং: বসুদুহিতা
২. মোঃ মিঠু (২৮), পিতা: বেলাল হোসেন, সাং: বসুদুহিতা
৩. মোঃ জসিম উদ্দিন (৩৯), পিতা: জয়নাল আবেদীন, সাং: কৃষ্ণপুর
৪. মোঃ রাজিব (২৭), পিতা: ইসমাইল হোসেন, সাং: লতিবপুর
৫. মোঃ শুভ (২৪), পিতা: অজিউল্লাহ, সাং: দেওপাড়া
(সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা)
র্যাব-৭ জানায়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জব্দ মাইক্রোবাস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।