বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
গত ,(৩১অক্টোবর) একটি অনলাইন নিউজ পোর্টালে ‘ভুয়া সাতকানিয়ায় আইন বিক্রি হচ্ছে মাসিক চাঁদায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কেরানীহাট পুলিশ বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) নুরে আলম সিদ্দিকী । এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সাতকানিয়ায় আইন বিক্রি হচ্ছে মাসিক চাঁদায়’ এই সংবাদ কাল্পনিক। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে তারা আমাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে সুযোগ সুবিধা নিতে চায়। আমরা সুযোগ-সুবিধা দিতে রাজি না হাওয়াই এই সংবাদ। এটিএসআই শাহীন, বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন,“সকাল ৭টায় ডিউটিতে আসি, কখন যে রাত ১০টা বেজে যায় টেরও পাই না। দুপুরে খাওয়ার সময়ও মেলে না, রাস্তার পাশে দাঁড়িয়ে এক গ্লাস পানি খেলেই আবার কাজে ফিরতে হয়। গাড়ির হর্ণ, মানুষের গালি, ধুলো আর ধোঁয়ার মাঝে আমরা দাঁড়িয়ে থাকি, তবুও কেউ ভাবে না আমাদের শরীর-মন কতটা ক্লান্ত হয়ে পড়ে। প্রকাশিত নিউজ টি মিথ্যা ভিত্তিহীন ভুয়া । কেরানীহাট পুলিশ বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) নুরে আলম সিদ্দিকী বলেন, গত, (২৪ আগস্ট) পরবর্তী সময় হইতে যানচলাচল স্বাভাবিক রাখতে কেরানিহাট ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, সিএনজি চালকরা ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। এতে করে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। ফলে কেরানিহাট স্টেশনে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে।
এছাড়া, ট্রাফিক সদস্যরা আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সিএনজি চালকরা ট্রাফিক পুলিশ সদস্যগণের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে পারছে না!