বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রাম:
বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুকের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় অফিস অভিষেক ও কার্যকরী সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে মোঃ হানিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকদল, চট্টগ্রাম বিভাগের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর সভাপতি মধু সরকার, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সভাপতি মোঃ জহির উদ্দীন, মোঃ শিপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।, মোঃ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর, মোঃ নিজাম উদ্দীন, সদস্য সচিব, বালকারান পরিবহন শ্রমিক ফেডারেশন, এডহক কমিটি, চট্টগ্রাম জেলা, আবু ছৈয়দ কালু, সর্দার, সাবেক মহানগর শিল্প সম্পাদক, যুবদল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকরী সদস্য ও পানওয়ালা পাড়া সিএনজি স্ট্যান্ড কমিটির উপদেষ্টা সাগির আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা অসুস্থ গোলাম ফারুকের সুস্থতা কামনা করে দোয়া করেন এবং সংগঠনের নবনির্বাচিত কার্যকরী সদস্য মোঃ হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।