বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি বলেন, “এই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সারাদেশে গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে—এই জোয়ার নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা নায়েবে আমীর ও আসন কমিটির সদস্য সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফর রহমান, জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, “হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ তা মেনে নেবে না। জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে অটল রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে তারা আগামী নির্বাচন নিয়েও নতুন ষড়যন্ত্র করবে। প্রশাসনের সংস্কার, ফ্যাসিবাদের সহযোগী দল নিষিদ্ধকরণ এবং যথাসময়ে নির্বাচন সম্পন্ন করা জরুরি; অন্যথায় ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসবে।”
বিশেষ অতিথি অধ্যাপক জাফর সাদেক বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে ঠিকই, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে।”
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “জামায়াতের পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে নিয়মিত গণসংযোগ এবং ব্যক্তিগত যোগাযোগ জোরদার করতে হবে।”