বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,
> “প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে প্রস্তুত রাখার কাজ করছে।”
তিনি আরও বলেন,
> “কোস্ট গার্ড ভবিষ্যতেও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ভূমিকম্পকালীন নিরাপত্তা ব্যবস্থা, উদ্ধার কার্যক্রমে প্রাথমিক পদক্ষেপ, অগ্নি নির্বাপণ পদ্ধতি এবং দুর্যোগ পরবর্তী সহায়তা প্রদানের বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে তথ্যবহুল লিফলেট বিতরণ ও সচেতনতা বার্তা প্রদান করা হয়।