বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালদ্বীপে মোদির সফর: ৫৬ কোটি ডলারের ঋণ সহায়তা, মুক্ত বাণিজ্য আলোচনার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সফরে গিয়ে দেশটির জন্য ৫৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা শুরুরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) শুরু হওয়া এই দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি মালদ্বীপের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে দেশটি ত্যাগ করবেন তিনি।

ভারতের এই পদক্ষেপ মূলত মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপ কিছুটা চীনমুখী অবস্থান নেয়, যা নয়াদিল্লিকে উদ্বিগ্ন করে তোলে।

ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথম বিদেশ সফর করেন বেইজিংয়ে, যা আঞ্চলিক কূটনৈতিক রীতিনীতিতে ব্যতিক্রম হিসেবে দেখা হয়। তিনি ভারতীয় সেনাবাহিনীর একটি ছোট দলকেও মালদ্বীপ থেকে প্রত্যাহার করতে বাধ্য করেন—যারা দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ও একটি নজরদারি বিমান পরিচালনা করছিল।

তবে চলমান অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখে মালদ্বীপ সম্প্রতি ভারতের সাহায্যের ওপর নির্ভরতা বাড়িয়েছে। পর্যটননির্ভর অর্থনীতির দেশটি ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে, এমন সময় মোদির এই সফর ও ঋণ সহায়তা বড় সহায় হিসেবে দেখা হচ্ছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু এ সফরের সময় জানান,

“ভারতের দেওয়া এই ঋণ সহায়তা আমাদের নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতে ব্যাপক পরিবর্তন আনবে।”

সম্প্রতি তিনি মোদির সঙ্গে দুইবার বৈঠক করেছেন এবং ভারত-বিরোধী বক্তব্যে কিছুটা নমনীয়তা এনেছেন।

মোদি সফরের অংশ হিসেবে হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি করবেন, যা ভারতের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্প মালদ্বীপের উত্তরাঞ্চলীয় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com