
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সফরে গিয়ে দেশটির জন্য ৫৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা শুরুরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) শুরু হওয়া এই দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি মালদ্বীপের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে দেশটি ত্যাগ করবেন তিনি।
ভারতের এই পদক্ষেপ মূলত মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপ কিছুটা চীনমুখী অবস্থান নেয়, যা নয়াদিল্লিকে উদ্বিগ্ন করে তোলে।
ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথম বিদেশ সফর করেন বেইজিংয়ে, যা আঞ্চলিক কূটনৈতিক রীতিনীতিতে ব্যতিক্রম হিসেবে দেখা হয়। তিনি ভারতীয় সেনাবাহিনীর একটি ছোট দলকেও মালদ্বীপ থেকে প্রত্যাহার করতে বাধ্য করেন—যারা দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ও একটি নজরদারি বিমান পরিচালনা করছিল।
তবে চলমান অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখে মালদ্বীপ সম্প্রতি ভারতের সাহায্যের ওপর নির্ভরতা বাড়িয়েছে। পর্যটননির্ভর অর্থনীতির দেশটি ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে, এমন সময় মোদির এই সফর ও ঋণ সহায়তা বড় সহায় হিসেবে দেখা হচ্ছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু এ সফরের সময় জানান,
“ভারতের দেওয়া এই ঋণ সহায়তা আমাদের নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতে ব্যাপক পরিবর্তন আনবে।”
সম্প্রতি তিনি মোদির সঙ্গে দুইবার বৈঠক করেছেন এবং ভারত-বিরোধী বক্তব্যে কিছুটা নমনীয়তা এনেছেন।
মোদি সফরের অংশ হিসেবে হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি করবেন, যা ভারতের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্প মালদ্বীপের উত্তরাঞ্চলীয় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.