সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া মালুমঘাট বাজারে প্রকাশ্যে দুই ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ডাকাত দলের একটি গ্রুপ গুলি ছুঁড়ে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া।
ওসি বলেন, পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে পরে ডাকাত দল পালিয়ে যেতে বাধ্য হয় এবং এ ঘটনায় আহত হন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবু ছালাম। গতকাল রাত ৯টার দিকে মালুমঘাট বাজারের মিষ্টি বনের সামনে এ ঘটনা ঘটে।
বেশ কয়েকজন স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে টিটিএনকে জানান, পূর্ব ডুমখালী এলাকার রহমান হত্যার আসামীরা জেলে যাওয়ার পর মালুমঘাট বাজারের একটি বয়লার মুরগির দোকান দখলে নেন ডুমখালী বাসি। ওই দোকান পূণরায় দখলের জন্য আসে রিজার্ভ ও কাটাখালীর চিহ্নিত ডাকাতরা।
স্থানীয়রা আরো জানান, রিজার্ভ পাড়ার ডাকাতদলের পক্ষে নেতৃত্বদেন রহমান হত্যার আসামী নুরুল আলম আর কাটাখালীর পক্ষে কালা বাদশা, সাহাব উদ্দীন, লম্বা ইউনুছ,বাইট্টা ইউনুছ।এতে দুই দলের মধ্যে ৫০ থেকে ৬০জন ডাকাত অংশ নেন। তাদের মাঝে গুলাগুলি হয় এবং একটি বাড়িও পুড়িয়ে দেয়া হয় বলে জানান ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া।