রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে।শনিবার (১১ জানুয়ারী) আনুমানিক গভীর রাত ২টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপা পাড়া টেকে সালাম প্রজেক্টের পাশে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মোঃ এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নান এর সন্তান।
গতকাল রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহয়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।এদিকে ঘটনা সুত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত আনুমানিক ২টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুরগুরি তাফসীরুল কুরআন মাহফিল শেষ করে নিজ বাড়ীতে ফেরার সময়ে মোঃ এরশাদ সিএনজি যোগে কাঞ্চনা ০৮ নং ওয়ার্ড ধুপিপাড়া টেকে এসে পৌছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় ।
এতে এরশাদ গুরুতর আহত হয়।উল্লেখ্য,দক্ষিন কাঞ্চনার কনির দোকান জিএম চৌধুরী বাড়ি, ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালোবাসির সন্তান মোঃ আব্দুল হাকিম(৩৮) কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ফলে ঘটনাটি ঘটেছে।
ঘটনার সূত্রে ইউসুফ,আবু বকর, রিফাত ও পিচ্চি মিজানের নেতৃত্বে আরও ঘটনা ঘটতে পারে মর্মে ধারণা করা হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সাতকানিয়া থানা উপ পরিদর্শক (এসআই) খায়রুল বলেন, গুলিবিদ্ধ এরশাদ সহ তার বন্ধরা মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সালামের প্রজেক্টের কাছে পৌছালে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে এরশাদ নামের একজন আহত। এ ঘটনায় থানায় কোন অভিযোগ ডায়ের করেনি।