শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চান্দগাঁও থানা পুলিশের অভিযান কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন বছরের উপহার ‘ভ্রমণিকা’ অ্যাপ লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড, এছাড়া ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়: ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি টিভি এসোশিয়েশন’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক সাইফুল ইসলাম এবার মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার মোটরসাইকেল আরোহী নিহত চট্টগ্রামে ‘মামলা বাণিজ্য’, পুলিশের বিশেষ সতর্কতা প্রতারকচক্রের কোনো সদস্য প্রলোভন দেখালে ৯৯৯-এ যোগাযোগ করুন চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার সৌদি রিয়ালের কথা বলে টাকা নিয়ে লাপাত্তা, পুলিশের জালে আটক ৪

বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০, আহত ৩৭ হাজার: এইচআরএসএস

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বছরজুড়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহতের সংখ্যা ৩৭ হাজার ৫১ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ২০২৪ সালের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশের ১২টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে তারা।প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ১৮০ জন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫১ জন।

এর মধ্যে শুধু জুলাই-আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন ১ হাজার ১৩ জন এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত হয়েছেন ৪৩ জন, যাদের অধিকাংশই ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। আরও বলা হয়, ২০২৪ সালে অন্তত ১৬ জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলেও একজনের কোনো খোঁজ মেলেনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৫ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও গুলিতে এ সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১১২টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। এছাড়া, ২৮টি মন্দির, ৩১টি প্রতিমা, ২৮৪টি বসতবাড়ি এবং ২৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ৩০৮টি হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন সাংবাদিক নিহত এবং ৭২৬ জন নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

আহত হয়েছেন ৪৫৯ জন, লাঞ্ছনার শিকার ৫৯ জন, গ্রেপ্তার ১৯ জন এবং ১৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ বছরে ১ হাজার ৪৯৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৫৭ জন, যার অর্ধেকের বেশি শিশু। যৌতুকের জন্য নির্যাতনে ৪৮ জন নারী প্রাণ হারিয়েছেন।

একই সময়ে শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪ হাজার ৩০০ জন, যাদের মধ্যে ৬৬২ জন প্রাণ হারিয়েছেন এমনটি জানানো হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও দেখা যায়, নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ২ হাজার ৫৩৮ জন এবং প্রায় ৭৫২টি ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ১ হাজার ৩৮৩টি মামলায় ৬৬ হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আরএইচএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষ আহত ও নিহত হয়েছেন। মাত্র দুই মাসে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের ৫৩ বছরের ইতিহাসে এমন ঘটানা আর নেই।

এ সময় এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের বিষয় নেই যা ঘটেনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এইচআরএসএসের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এইচআরএসএসের জয়েন্ট সেক্রেটারি এড. মনিরুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার জবা ইয়াসমিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com