রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
গতকাল রাতে এক বিবৃতিতে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এ রাজনীতিবিদ। তিনি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং হাইকমিশনের নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভারতের কোনো কোনো প্রচারমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অতিরঞ্জিত ও অসত্য তথ্য প্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশ ও ভারতের সাধারণ জনগণ ও গণতান্ত্রিক শক্তিগুলোকে দুই দেশের সাম্প্রদায়িক শক্তির পাতা ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেল এলডিপির এ নীতিনির্ধারক আরও বলেন, এই হামলা বাংলাদেশের ওপর হামলা বলেই বিবেচনা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের পতাকার অবমাননা ভিয়েনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
যে কোনো দেশে-বিদেশি দূতাবাসের সার্বিক নিরাপত্তার দায়িত্ব সে দেশের রাষ্ট্র ও সরকারের। অথচ ভারত সরকার বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনায় দুই দেশের প্রতিক্রিয়াশীল শক্তিকে পুষ্টি জোগালেও ক্ষতিগ্রস্ত ও বিপদে ফেলছে দুই দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও নিরীহ জনগণকে।।
ভারত সৎ প্রতিবেশীসুলভ আচরণের বদলে তাদের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথা বলে উদ্দেশ্যমূলক, সাম্প্রদায়িক উসকানিমূলক অপপ্রচারণা চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। তাই দুই দেশের সাম্প্রদায়িক শক্তির উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।