রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
প্রেস রিলিজ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী চান্দগাঁও থানার অভিযানে সাতক্ষীরা থেকে গ্রেফতার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ জাহাংগীরের সার্বিক দিক-নির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই শরীফ উদ্দিন, এসআই আজাহারুল ইসলাম, এএসআই রাজু আহম্মেদ ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২২/১১/২৪ খ্রি. বিকাল ০৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১২টি মামলার আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যাকারী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্র. হরি তৌহিদ প্র. ফরিদ (৩২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে। সে জানায়, গত ৪ আগস্ট সে একাই ২৮ রাউন্ড গুলি করে ছাত্রজনতার উপরে নৃশংস হামলা চালায়।