মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
প্রায় এক যুগ আগে কক্সবাজার জেলা পরিষদের জায়গায় নির্মিত চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও সামনের শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।গতকাল সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করা হয়।
ইউনিয়নের ছিকলঘাট স্টেশনে চালানো এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, থানার একদল পুলিশসহ বেশকিছু শ্রমিক।
এ সময় বুলডোজার চালিয়ে নিমিষেই গুঁড়িয়ে দেওয়া হয় লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও সামনের শহীদ মিনারটি।চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ জায়গা দখলমুক্ত করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।