সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মমতাময়ী মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২০ অক্টোবর) ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮১ বছর। তিনি সাত ছেলে পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজণিত রোগে রাজধানীর বাসায় রবিবার ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বাদ আসর পটিয়া হাই স্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।