সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে থানায় চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউপির সাতগড়িয়া পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুফ প্রকাশ গলা ফুলা ইউছুফ; একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে নুরুল আলম জিকু; জীবন মহুরী পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হাসান ও মৃত খুলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর এবং ১৩ অক্টোবর পুটিবিলা নতুন পাড়া কেইচ্ছার জুরা এবং বড়ুয়া পাড়া নাগকাটার ঘাটা এলাকায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার করে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
সেসময় অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে জড়িতদের শনাক্ত করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে