সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
মো:সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ১৪অক্টোবর/২৪ সোমবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিন দিন আগে তিনি অসুস্থ বোধ করলে তাকে ঢাকাস্থ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাজারো সাংবাদিককে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার বাদ জোহর ঢাকাস্থ মুগদা ঝিলপাড় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে রুহের কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়েছে দেশ-বিদেশের অনেক সাংবাদিকের শিক্ষক ছিলেন তিনি। তার শূন্যতা কোনদিন পূরণ হবার নয়।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন আমিন।