বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী অভিযানে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ০২০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানাধীন স্টার লাইন এলপিজি ফিলিং স্টেশন, ফতেহপুর এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি হলুদ রং এর বড় ট্রাককে থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকটি চেক পোস্টের কাছে থামিয়ে ০২ জন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি ১।
পেয়ার মোহাম্মদ (৫৪), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- লাইলাহাট, থানা- হাটাহাজারী, জেলা- চট্টগ্রাম এবং ২। জিয়াফ উদ্দিন বাবুল প্রকাশ রুবেল (২২), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- চন্দানাইশ, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো মতে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাক চালকের আসনের পিছনে বিশেষ কৌশলে লুকানো নীল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য ও ট্রাক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।