মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধি:
দিবস উপলক্ষে নওগাঁ মহাদেবপুরে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রæপের (পিএফজি) উদ্যোগে আন্তঃ ধর্মীয় সংলাপ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত আন্তঃ ধর্মীয় সংলাপে পিএফজি উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
পিএফজি উপজেলা কমিটির সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী, রোদইল বি এম কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আছির উদ্দীন, নওগাঁ জেলা ফিল্ড কো অর্ডিনেটর সুকমল মন্ডল, পিএফজি উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, পিএফজি’র সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, সিপিবির সভানেত্রী রেবেকা সরেন, কৃষক দলের নেতা হারুন অর রশিদ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউনুসার রহমান হেফজুল, ইয়ুথ লিডার রাজীব সরদার, ছাত্র নেতা আতিকুর রহমান প্রমূখ।
এ সময় মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য ও সাংবাদিক মো. আইনুল হোসেন, বরুন মজুমদার, গোলাম রসুল বাবু, সাদা মনের মানুষ শামসুদ্দীন মন্ডল, ইউপি সদস্য ফেরদৌসি, দি হাঙ্গার প্রজেক্টের মহাদেবপুর-মাটিন্দর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলমসহ আরো অনেকে।
এর পূর্বে মহাদেবপুর বাসস্ট্যান্ড মাছের মোড় এলাকায় পিএফজি উপজেলা কমিটির সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য তুলে ধওে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা সকল রাজনৈতিক, ধর্মীয় ও গোষ্ঠীগত ভেদাভেদ ভুলে শান্তির মহাদেবপুর গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।