বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক কথায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন ব্যবস্থাকে প্রাথমিক শিক্ষার প্রাণ বলা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ দেশব্যাপী কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবগঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ এবং নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সফল সাধারণ সম্পাদক, তরুণ শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান)।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এবং মহাসচিব মো: সাফায়েত হোসেন এর যৌথ স্বাক্ষরিত প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি গনমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ সাংগঠনিক সচিব সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এবং মহাসচিব মোঃ সাফায়েত হোসেন সহ সংগঠনের সকল পর্যায়ের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন শুধু আমার অর্জন না। এটা পুরো নাগরপুর তথা টাঙ্গাইলের অর্জন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাকে যে দায়িত্বশীল পদে নিয়ে এসেছে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য এবং দেশের প্রত্যেকটি কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।