বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
প্রেস রিলিজ:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায়, অতি. উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জহির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ গত ৩০/০৯/২৪ খ্রি. ২২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ শাহ ছমিয়ানগর ডা. রফিকের বাড়ির পিছনে খালি মাঠের কোনের ঝোপঝাড় থেকে একটি লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।