শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)
ঘুমধুম সীমান্তে বিওপিতে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপির কয়েকজন সদস্য। প্রবা ফটোমিয়ানমারের চলমান যুদ্ধের জেরে এখন পর্যন্ত বিজিপির ৬৮ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, মিয়ানমারের বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আহত ১৫ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে আহত বিজিপি সদস্যদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এমএসএফ হাসপাতালে নিয়ে যান বিজিবি সদস্যরা।