শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায় চট্টগ্রামে বন্য হাতি হত্যা করে দাঁত নিয়ে গেলো শিকারিরা হাতি হত্যা, ২০ জনকে খুঁজছে পুলিশ চকরিয়ায় বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২ যুবক উখিয়ায় রাতের আধারে বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে জামায়েতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ চন্দনাইশে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করায় ভাগনিকে হত্যা করল মামা, নানা-নানীকেও জবাইয়ের চেষ্টা উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বিবৃতি: গাজার পক্ষে শান্তিপূর্ণ হরতাল এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান

নওগাঁয় চালককে খুন করে অটো চার্জার ছিনতাই অতঃপর মামলার প্রধান আসামি জীবন ও আশরাফ আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় চালককে খুন করে অটো চার্জার ছিনতাই ঘটনায় মূল আসামী গ্রেফতার, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং ছিনতাইকৃত অটো চার্জার উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পত্নীতলা থানার হল রুমে সাংবাদিকদের সাথে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন আলোচিত হত্যা ঘটনার মামলা রুজুর পরেই নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নিদের্শনায় পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মুঃ আব্দুল মুমিন এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্ব পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালি চৌকশ পুলিশ টিম অভিযান পরিচালনা করে শনিবার ২০ জানুয়ারি সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার পীরগঞ্জ ধানাধীন সাতগাড়া গ্রাম হতে ০১নং আসামি মোঃ হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবন(৩৫) কে গ্রেফতার করেন তিনি বগুড়া জেলার শিব গন্জ থানার গ্রামের হাজারবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে ১নং আসামীর তথ্যর ভিত্তিতে বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরের গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে ২ নং আসামি আসামি মোঃ আশারাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৭) কে সদর থানা পীরগাছা রাজারস্থ তার নিজ মেকানিকের দোকান হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তার কাছ থেকে মামলার ছিনতাইকৃত অটো চার্জার গাড়ী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ০১নং আসামি হত্যা কান্ড ও অটো চার্জার গাড়ী ছিনতাইয়ের কথা স্বীকার করে।উল্লেখ গত ১১ জানুয়ারি সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় জেলার মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ছফের আলীর ছেলে অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) নিজ বাড়ি থেকে অটো চার্জার নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। সে মহাদেবপুর থানা এলাকায় বেলা ১১.০০ ঘটিকা পর্যন্ত অটো চার্জার চালায়। তার পর হতে সে অটো চার্জার নিয়ে কখন, কোথায় গেছে জানা যায়নি।

মৃতের জামাই মোঃ আঃ রাজ্জাক তার শ্বশুর ভিকটিম আজিজার রহমানকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে মোবাইল ফোনটি বন্ধ পায় । রাতেই বাদীর শ্বশুর বাড়ির লোকজন সহ আত্মীয় স্বাজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কিন্তু তার কোন সন্ধান পান নি।

১২ জানুয়ারি সকাল অনুমান ৮ টার সময় ফেসবুকের মাধ্যমে জানতে পারেন নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা সাপাহার গামী পাকা রাস্তার ধারের একটি জমিতে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ পড়ে আছে। অতঃপর বাদী সহ আরো অনেকেই ঘটনাস্থলে এসে বাদীর শ্বশুর ভিকটিম আজিজার রহমানের মরদেহ সনাক্ত করেন।

১১ জানুয়ারি বেলা ১১ টা হতে ১২ জানুয়ারী ভোর ৬টার পূর্বে তাকে হত্যা করে দুর্বৃত্তরাপত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার পাশে জমিতে ফেলে রেখে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনায় ১২ জানুয়ারি শুক্রবার তার জামাই মোঃ আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পত্নীতলা থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয় মামলা নং ১৪।গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com